গত ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. তারিখে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকার হোটেল সোনালীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যাল, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে বিভিন্ন বাসা বাড়ি এবং হোটেল রেস্তোঁরায় কাজ করা ২৫ জন গৃহিণী অংশগ্রহণ করেন। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহুয়া মজুমদার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ফারহান ইসলাম। নিরাপদ খাদ্য অফিসার গৃহিণীদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় (রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কীটপতঙ্গ ও পোকামাকড় রোধে করণীয়, ফুড হাইজেনিং) নিয়ে আলোকপাত করেন। এরপর তিনি খাদ্য নিরাপদতা বিষয়ক কিছু জনসচেতনতামূলক ভিডিও দেখান। এ সময় গৃহিণীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে নিজেদের পরিবার থেকেই নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন, নিজেরা যেখানে কাজ করেন সেখানেও নিরাপদ খাদ্য বিষয়ে সকল নিয়ম-কানুন মেনে চলার কথা বলেন।
পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS