গত ০৫ ই মার্চ, ২০২২ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় চট্রগ্রামের আয়োজনে ষোলশহরের বস্তি ও পিছিয়ে পড়া এলাকার অভিভাবক ও শিক্ষার্থী সমন্বয়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মসুচির আয়োজন করে । উক্ত কর্মসুচিতে ৩০ (ত্রিশ) জন অভিভাবক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন । কর্মসূচির শুরুতে জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব নাজমুস সুলতানা সীমা অভিভাবক ও শিক্ষার্থীদের রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কীটপতঙ্গ ও পোকামাকড় রোধে করণীয় , ফুড হাইজেনিং সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এরপর তিনি খাদ্য ও পুষ্টি বিষয়ক কিছূ সচেতনতামূলক ভিডিও দেখান। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন । শেষ পর্যায়ে উক্ত কর্মসূচির সভাপতি জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব নাজমুস সুলতানা সীমা অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, খাদ্যের সংরক্ষণ,ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্যের অপসারণসহ বিভিন্ন বিষয়ের দিকনির্দেশনা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS