Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Backyard meeting on food security in Chittagong metropolitan area with housewives.
Details

১৯ মে, ২০২২ চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকার সোনালী হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যাল, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে বিভিন্ন বাসা বাড়ি এবং হোটেল রেস্তোঁরায় কাজ করা ২৫ জন গৃহিণী অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব নাজমুস সুলতানা সীমা। তিনি গৃহিণীদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে আলোকপাত করেন। এরপর তিনি খাদ্য নিরাপদতা বিষয়ক কিছু জনসচেতনতামূলক ভিডিও দেখান। এ সময় গৃহিণীরা অদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। উক্ত উঠান বৈঠকে অরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমদ সুলেমান, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল হান্নান বাবু ও চট্টগ্রাম সিটিকর্পোরেশন এর খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী।  

Attachments
Publish Date
25/05/2022
Archieve Date
31/07/2023