গত ২৩/০৮/২০২২ ইং তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব নাজমুস সুলতানা সীমা এর নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত Peninsula, The Pavillion, Kazi Meridian এবং চাঁদগাঁও থানার অন্তর্গত মাইলো ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, বায়েজীদ ডাল মিল, মিশ্রী কারখানা, মোড়ব্বা ফ্যাক্টরী, পানি কারখানা সহ আরও কিছু হোটেল রেস্তোরাঁ ও কারখানায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে পরিলক্ষিত অসংগতি ও অব্যবস্থাপনা দূর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS