Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উদ্যোগে এবং Feed the Future Bangladesh Policy LINK ও Bangladesh Safe Agro Food Efforts (BSAFE) Foundation এর সহযোগিতায় "Regional Consultation On The Draft National Food Safety Policy” বিষয়ক কর্মশালার প্রতিবেদন।
বিস্তারিত

গত ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার "জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য" এই প্রতিপাদ্যকে সবার নিকট ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority এর উদ্যোগে এবং Feed The Future Policy LINK ও Bangladesh Safe Food Efforts (BSAFE) Foundation এর সহযোগিতায় ভবিষ্যৎ নিরাপদ খাদ্য নীতি সুনির্দিষ্টকরণের উদ্দেশ্যে  "Regional Consultation On Draft National Food Safety Policy" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


কর্মশালায় জনাব আনোয়ার ফারুক, ভারপ্রাপ্ত সভাপতি, বিসেফ ফাউন্ডেশন এবং সাবেক সচিব, কৃষি মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য, আইন ও নীতি (যুগ্মসচিব) মোঃ ওয়াহিদুজ্জামান মহোদয়। 


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম; সুজন চৌধুরী, সদস্য (উপসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি মহোদয়। 


জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গবেষক, শিক্ষক ও চিকিৎসকসহ বহুজাতিক কোম্পানির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। 


দিনব্যাপী কর্মশালায় ভবিষ্যৎ খাদ্য নীতি আরও যুগোপযোগী করার লক্ষ্যে অংশীজনদের সুচিন্তিত মতামত গ্রহণ করা হয়।

ছবি
প্রকাশের তারিখ
23/12/2024
আর্কাইভ তারিখ
29/10/2025